All Menu

ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ মিছিল

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বাদ জুম্মা পশ্চিম বাজার জামে মসজিদ থেকে কুসুমবাগ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান নকীব, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু আহমদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি শিব্বির আহমদ উসমানী ও সাবেক সভাপতি মুহাম্মদ ইসহাক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top