বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে ধান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুনসুর (৩৮) দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগনপুর গ্রামের মৃত শাহাদৎ আলীর ছেলে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় নিহত ওই ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ। পুলিশ সূত্র জানা যায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে সন্ধ্যায় টেংরিয়া গোপালপুর গ্রামের আব্দুল খালেক নামে এক ব্যক্তি ধান ব্যবসায়ী মুনসুরকে গাছ কাটা কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, খুনি আব্দুল খালেককে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয় তা এখনো জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।