ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসমত আলী (৪০)। সে জামালপুর সদর উপজেলার নলকুড়ি নারুন্দিয়া এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে।
একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, হাসমত আলী সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে আসছিলেন। গাছতলা বাজারে পৌঁছলে তাদের মোটরসাইকেলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসমত আলী মারা যান। এসময় আহত হয় আরও দু’জন। ওসি বলেন, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার ও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক-চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।