All Menu

ভোলাহাটে ইউনিয়ন পর্যায়ে এথলেটিক্স প্রতিযোগিতা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলাহাটে ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টার দিকে রামেশ্বর হাইস্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। বিভিন্ন ধরণের মোট ৩০ টি খেলা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top