ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবি রেজিস্টার (অ.দা.) মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও নোবিপ্রবির কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন “কর্মকর্তাদের অধিকার আদায়ে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন কার্যকর ভূমিকা পালন করে আসছে। বর্তমান এসোসিয়েশনও সুচারুরূপে দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর। এ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের এ সাধারণ সভায় উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”। পরে সাধারণ সম্পাদক কর্তৃক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এসোসিয়েশনের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।