All Menu

রাজশাহী নগরীতে বিভিন্ন সড়কে কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর কোর্ট চত্বর হতে ডিসি অফিস হয়ে জেলা পরিষদ ভবন এবং সিএন্ডবি মোড় হতে সার্কিট হাউস হয়ে শিশু একাডেমী পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।
উল্লেখ্য, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজে নগরীর কোট চত্বর হতে ডিসি অফিস হয়ে জেলা পরিষদ ভবন পর্যন্ত সড়কটির কার্পেটিং কাজ করা হচ্ছে। রাস্তাটি ১৫০মিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রশস্ত কাজ করা হচ্ছে। এ প্যাকেজের আওতায় উভয়-পাশে ৭মিটার করে রাস্তা, রাস্তার উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন, ফুটপাত ও ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। এছাড়াও জজকোর্ট বিল্ডিং এর বাউন্ডারি ওয়াল, গাছের গোড়া বাধানোসহ বসার বেঞ্চ নির্মাণ কাজ করা হচ্ছে। এদিকে দুপুরে নগরীর সিএন্ডবি মোড় হতে সার্কিট হাউস হয়ে শিশু একাডেমী পর্যন্ত ৪শ ৭৭ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৮ মিটার প্রশস্ত সড়কটির কার্পেটিং কাজ চলমান রয়েছে।
পরিদর্শন-কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম হিমেল, উপ-সহকারী প্রকৌশলী নুরে নাসরিন ছবি, কার্যসহকারী আকরাম হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top