All Menu

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর লাল গোলাপ ও কৃষ্ণচূড়া ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কাশিয়াডাঙ্গা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। রাজশাহীতেও নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। রাজশাহীতে ২টি শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। এরমধ্যে বিসিক শিল্প-নগরী- ২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষার রয়েছে। সরকার নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিনা জামানতে ও বিনা-সুদে ২ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদানের সুযোগ রেখেছে। যারা গৃহহীন তাদের জন্য গৃহ নির্মাণ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র আরও বলেন, রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান এবং উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল করিম শাহা । উন্মুক্ত আলোচনায় লাল গোলাপ ও কৃষ্ণচূড়া ক্লাস্টারের বিভিন্ন সিডিসি নেতৃবৃন্দ অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top