All Menu

শিশু আবু সাইদকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাড়ে তিন বছরের শিশু আবু সাইদ। তার হার্টে ছিদ্র আছে, সেইসাথে ভাল্বেও সমস্যা আছে বলে জানিয়েছে চিকিৎসক। অতিসত্বর অপারেশন না করলে যে কোন সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে শিশু আবু সাইদ। অপারেশন করাতে প্রায় ৮ লক্ষ টাকা খরচ হতে পারে, জানিয়েছে চিকিৎসক। দরিদ্র পিতার পক্ষে এত টাকা জোগাড় করাও সম্ভব নয়। তাই শিশু সন্তানকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের সাহায্য কামনা করেছে সাইদের মা। শিশু আবু সাইদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শংকরবাটি ফারু পাড়ার আকবর আলী বাবুর ছেলে। বাবু রাজমিস্ত্রির কাজ করে। তিন সন্তানসহ ৫ সদস্যের সংসার চালাতে হিমসিম খেতে হয়। ভাগ্য পরিবর্তনের আশায় আকবর আলী চার লক্ষ টাকা ঋণ করে দুবাই গেছে গত চার মাস আগে। তার স্ত্রী উম্মে সালমা জানায়, চার মাস আগে বিদেশ গেলেও এখনো বেতন পায়নি তার স্বামী। এদিকে ঋণের টাকা পাওয়া লোকজন প্রতিদিন বাড়িতে আসছে। অসুস্থ শিশু সন্তান আবু সাইদের মা উম্মে সালমা জানান, আবু সাইদ দেড় বছর হাঁটতে শিখে। প্রথমে কিছু বুঝা না গেলেও পরে সাইদ বেশী হাঁটলে, জোরে কান্না বা হাঁসলে হাঁপিয়ে উঠতো। গ্রাম্য ডাক্তারের ঔষধ খাওয়ালে ভাল হয়ে যায়। তবে সব সময় ঠাণ্ডা লেগে থাকে বলে জানায় উম্মে সালমা। গত ২২ নভেম্বর আবু সাইদ হাঁটতে হাঁটতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন দেখা যায়, শিশু আবু সাইদের মুখমণ্ডল নীল হয়ে গেছে। তাড়াতাড়ি তাকে ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানান, আবু সাইদের হার্টে ছিদ্র আছে, সেইসাথে তার ভাল্বেও সমস্যা রয়েছে। দ্রুত অপারেশন না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবু সাইদের মা সালমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, অপারেশন করতে প্রায় আট লক্ষ টাকা খরচ হবে শুনে তার মাথায় কাজ করছেনা। একদিকে, স্বামী বিদেশে বেকার, অন্যদিকে দেনাদারদের চাপ। তারপর আবার ছেলের অপারেশন। এরপর তিনি আর কথা বলতে পারেননি। দুই চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে। শেষ মেষ তিনি শান্ত হয়ে তার ছেলে আবু সাইদের অপারেশনের জন্য সরকার এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন। অসুস্থ শিশু আবু সাইদের মা উম্মে সালমার বিকাশ ও মোবাইল নম্বর ০১৭৭৪-৩৯০১২০।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top