All Menu

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ কাজের উদ্বোধন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বিশ্রামের জন্য বীর মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ভবনের পাশে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বজলার রশিদ সনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তসলিম উদ্দিন, আব্দুল হামিদ, সাইদুল ইসলাম সেন্টু, মশিউর রহমান বাচ্চু, তারিকুল আলম, আরিফ আলী টিসু, একরামুল হক, আব্দুল লতিব, ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top