ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর উদ্যোগে মঙ্গলবার ১০ই জানুয়ারি রোজ মঙ্গলবার বিকেল ৪টায় ২২/১ তোপখানা রোডস্থ বিএনএফ’র কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বলেন, ৭ মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশে আগমনে স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনএফ তাঁর পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
বিএনএফ’র সেক্রেটারি জেনারেল ড. নজরুল ইসলাম আল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনএফ’র ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান নাজিম, এ.ওয়াই.এম কামরুল ইসলাম, মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. শফিউল্লাহ চৌধুরী আন্দোলন, এস.এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, মো. সাইফুল ইসলাম, সৈয়দ মাহবুব হাসান আজাদ, কেন্দ্রীয় নেতা মো. সিরাজুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।