All Menu

ধামইরহাট উপজেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে বন্ধন

মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে শীতবস্ত্র সুষ্ঠুভাবে শীতার্তদের মাঝে বণ্টনের জন্য সোমবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ৫০টি কম্বল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেন বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মকবুল হোসেন। এছাড়াও বন্ধন কর্তৃক সংগঠনের দরিদ্র সদস্য ও উপজেলার বিভিন্ন স্থানে আরও ৫০টি কম্বল বিতরণ করা হয়। হস্তান্তর-কালে বন্ধনের ধামইরহাট শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ফিল্ড অফিসার মাসুদ রানা, সাংবাদিক মো. আবু মুছা স্বপন, ইউপি সদস্য ফাতেমা আকতার ডেজি, যুব মহিলা-লীগ নেত্রী হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বন্ধন এনজিও উপজেলার বিভিন্ন এলাকায় উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক ঋণ দানের পাশাপাশি দারিদ্র বিমোচনে ভূমিকা পালন করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top