All Menu

সম্পত্তির বিরোধ নিয়ে সংঘর্ষে প্রবাসীসহ ১০ জন আহত

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে প্রবাসীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের দক্ষিণ সোনাদিয়া গ্রামের লুতু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে জানা গেছে, স্থানীয় কামাল হোসেনদের সাথে সৌদি আরব প্রবাসী জহিরুল হকের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল হোসেন ও প্রবাসী জহিরুল হকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করেছে। প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংঘর্ষে আহত কামাল ও তার পরিবারের সদস্যরা। তবে কামালের লোকজন পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে জানান প্রবাসী জহিরুল হক। করিহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top