All Menu

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা কর্মীর গ্রেফতার এবং হত্যার প্রতিবাদে গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মির্জা ফখরুলের নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও জেলা বিএনপি’র আয়োজনে শনিবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে দলীয় গান পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচীর শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। গণ-মিছিলে জেলার প্রায় বিশ হাজার নেতা কর্মী অংশগ্রহণ করে। জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সিনিয়র সহ সভাপতি নুর করিম, সহ সভাপতি আল মামুন আলম, ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন্নাহার প্যারিস, জেলা যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুবুর হোসেন তুহিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশে বিএনপির বিভিন্ন গণ-সমাবেশ বানচালের জন্য সরকার ও সরকারের পুলিশ বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালামসহ শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বিএনপি।এছাড়াও সরকারের পতনের যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তা বাস্তবায়ন করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top