ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:“প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২২” শুক্রবার (২৩- ১২-২০২২) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে। মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি (Md Moshfequr Rahman,SGP, Sup.ndc,psc) এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী ও প্রেসিডেন্ট, আর্মি গলফ ক্লাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভাটারান। টুর্নামেন্টে ৭৫০ জন গলফার অংশগ্রহণ করছেন বলে আমি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করছেন। উদ্বোধন-কালে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন জনাব হাসান ও রশীদ (Mr. Hassan o Rashid ) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, প্রাইম ব্যাংক লিমিটেড; ব্রিগেডিয়ার জেনারেল শাহ নুর জিলানী বিএসপি, এনডিসি, পিএসসি (অব:) (Shah-Noor-Jilani, BSP, ndc, psc) চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, আর্মি গলফ ক্লাব; ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি, (অব:) (Syed Ahmed Ali, PBGM. ndc) প্রধান নির্বাহী অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মঞ্জুর সিদ্দিকী (Lt Col Md Gholam Monzoor Siddique) পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব, আমি গলফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী (৩১ ডিসেম্বর ২০২২ ) শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।