আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সেলাই প্রশিক্ষণার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে খেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, রেজাউল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতিযোগীয় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।