All Menu

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের ১৪ বিজিবি ক্যাম্পের সন্নিকটে সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার গাহন গ্রামের খায়রুল ইসলামের ছেলে। পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, রাব্বি গাহন থেকে মোটরসাইকেল করে নজিপুর আসার সময় ১৪বিজিবি ক্যাম্পের সন্নিকটে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায় এসময় রাজশাহী থেকে জয়পুরহাট গামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top