নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগ্নেয়াস্ত্র ও মাইক্রোবাসসহ ৪ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আটককৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর ডিম ভাঙ্গা গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মুলহোতা মোঃ ইসাহাক আলী (৩০), মজিবুর রহমানের ছেলে মোঃ জনি ইসলাম(২২), মোঃ শামছুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন (৩৭) এবং জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন(৩৫)। শনিবার রাত ৯টার সময় জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি,১ টি মাইক্রোবাস ও নগদ ৪৯হাজার টাকা জব্দ করা হয়। র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার ২নং শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন, পিতা-মৃত পানু এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি মাইক্রোবাস ও নগদ ৪৯হাজার টাকা জব্দ এবং শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মূলহোতাসহ ৪ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। র্যাব সূত্র আরও জানায়, আটককৃতরা জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীর গোদাগাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এসে তাদের নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র ক্রয় করার সময় র্যাবের অপারেশন টিম দ্বারা ধৃত হয়। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।