All Menu

নোয়াখালীতে মদ ককটেল ও বোমাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগে বিদেশী মদ, গাঁজা ও দুইটি ককটেল বোমাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পারভেজ আলম, এমরান হোসেন রিশাদ ও বেলাল হোসেন। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ আলম এবং তার সহযোগী এমরান হোসেন রিশাদ ও বেলাল হোসেনকে আটক করা হয়। পরে পারভেজ আলমের ঘর তল্লাশি করে গাঁজা, ছয় বোতল বিদেশী মদ, ঘরের সিলিংয় থেকে দুইটি ককটেল ও পুকুরের মধ্যে বস্তায় রাখা আরও ১০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ ব্যাপারে সেনবাগ থানায় মাদক ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top