All Menu

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বিরামপুরে আলোচনা সভা

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে বিরামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার (৯ডিসেম্বর) বেলা ১০টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, একেএম শাহাজাহান, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আসমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, সিনিয়র সহ-সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি মওলা বক্স, সহ-সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস লালা,বিরামপুর মহিলা কলেজ অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাবেক অধ্যক্ষ বিরামপুর সরকারি কলেজ, ফরহাদ হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আরমান আলীসহ এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top