নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় ৯৮জন ছাত্রদল নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাচোল থানার এসআই আকবর আলী বাদী হয়ে রবিবার রাতে নাচোল থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি। উল্লেখ্য, রবিবার বিকেলে নাচোল উপজেলা সদরের শ্রীরামপুর এলাকায় অক্সফোড একাডেমি চত্বরে ছাত্রদল অনুমতি ছাড়াই সমাবেশ করছিলো। খবর পেয়ে বিকেল ৪ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয় ও এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় একটি ককটেল বিস্ফোরণ ঘটালে ২ দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৫টি ককটেল উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।