মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) অনুষ্ঠিত হয়েছে। একক প্যানেল থাকায় ওই প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মসিবুর রহমান। ১৪ নভেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা বোর্ড। বৈধ প্রার্থী তালিকায় কোন প্রতিদন্ধী প্রার্থী না থাকায় মোঃ ইকবাল হোসেন সভাপতি ও নিয়ামল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিনা প্রতিদদ্বিতায় নির্বাচন অন্যান্য সদস্যগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, সহ-সাধারণ সম্পাদক আকবর খান সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ আশিকুজ্জামান রনি, ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য- সেলিম আলী, রবিউল আলম, মনির হোসেন বকুল, আজিজুল ইসলাম মাসুদ, বাবুল আলী ও শামীম আলী। আগামী দুই বছরের জন্য (২৪ মাস) এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানা যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।