মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটির হল মোড় এলাকা থেকে ৯৭০ (নয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের একটি অভিযানিক দল। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ বদর আলী @ বদিউর (৫৩)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মৃত আয়েস আলী ও রোবেদা খাতুনের ছেলে। এ বিষয়ে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে রবিবার (০৬ নভেম্বর) দিনগত রাত ১১টার সময় শিবগঞ্জ উপজেলার রানিহাটি হল মোড়ের কেজি স্কুলের মাঠে অভিযান চালায়। এ সময় ৯৭০ (নয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বদর আলী ওরফে বদিউরকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোঃ বদর আলী ওরফে বদিউর ইয়াবা রাখার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।