All Menu

বিরামপুরে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী আটক

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উপজেলার পৌর এলাকায় মিছিল করার প্রস্তুতি-কালে অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার নবাবগঞ্জ থানা এলাকার মৃত আব্দুল হালিম এর ছেলে রাফি (১৯), মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ নাজিম উদ্দিন (১৯) এবং মৃত নুরুল আমিন এর ছেলে জামায়াত কর্মী মোঃ রেজাউল ইসলাম (৩৫)। একই জেলার হাকিমপুর থানা এলাকার দছির উদ্দিন এর ছেলে জামাত কর্মী আমিনুল ইসলাম, মৃত ইসাহাক আলীর ছেলে মোঃ আজাহার আলী (৬৬) এবং মৃত হেজাব উদ্দিন এর ছেলে মোঃ আলতাফ হোসাইন (৫০)। বিরামপুর থানা পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top