মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বিরামপুরের ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মাঠ পর্যায়ে জনশুমারী বা আদমশুমারীর কাজ শেষ করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু মহোদয়র উপস্থিতে আলোচনায় জানানো হয়, আগামী ১৫ জুন থেকে ২১ জুন ট্যাবের মাধ্যমে অনলাইনে ৪৬২ জন গননাকারী দিয়ে জনশুমারী বা গৃহগননা বা আদমশুমারীর কাজ শুরু হবে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুমবানু, মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সকল দফতরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।