All Menu

মৌলভীবাজারে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “প্রশিক্ষিত যুবউন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আলোচনা সভা, যুব ঋণের চেক, যুব-পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব দিবস-২০২২ এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যুব-পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা শিশু বিষয় কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব প্রতিনিধিটি এম আলমগীর, যুব-সংগঠকের নির্বাহী পরিচালক মুন্না দেব রায়। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক, যুব পুরষ্কার ও সনদ পত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top