All Menu

বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া বাংলাদেশকে একটি রাজনৈতিক গোষ্ঠী শ্রীলঙ্কা- পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। তারা আজকের উন্নত বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহিন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের উন্নত বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রেও রোল মডেল অর্জিত হয়েছে । সবার জন্য শিক্ষা নিশ্চিত করা আর শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনের ক্ষেত্রে দেশে রীতিমতো বিপ্লব ঘটেছে। এদেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ এখন শিক্ষিত। দেশের সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্র রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন কায়দায় দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ধরে রাখতে এবং অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক মমিনুল হক, প্রভাষক জাকির হোসেন বাবর, নোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সেলিম, সমাজসেবক হোসনে এলাহী সাকি, নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমুখ। বিদায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-গন উপস্থিত ছিলেন। চলতি বছর আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজের বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও মানবিক বিভাগ থেকে সর্বমোট ২৮৯ জন শিক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top