ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলায় ডোবার পানিতে পড়ে হেসমা আক্তার নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপীর ভক্তের বাড়ি নাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হেসমা একই এলাকার হাবিবুল্লাহের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হেসমা তার যমজ বোন হান্না আক্তারের সাথে খেলা করছিল। এদিকে খেলার ছলে বাড়ির পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা যমজ বোন হান্নাকে ডোবার পাশে একায় দেখতে পেয়ে কাছে গেলে হেসমাকে পড়ে থাকতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ডোবার পানিতে পড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।