মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলা নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন ১৭ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ইং উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কর্মকর্তাসহ অন্যান্যরা। জেলা প্রশাসক ভোট গ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।