মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি অভিযানিক দল। শনিবার (১৪ মে) রাতে র্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে ভালুকার ভরাডুবা এলাকা থেকে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা মোঃ বিল্লাল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা মোঃ আশরাফুল মিয়া। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছে র্যাব। এ বিষয়ে র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা থাকায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।