All Menu

শিবগঞ্জে উপজেলা বিএনপির ৪ আহবায়কের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা আশরাফুল আলম রশিদসহ চার নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার বকুলতলা মহল্লায় এ পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল আলম রশিদ, শহিদুল হক হায়দারী, তৌহিদুর রহমান মিঞা ও যুগ্ম আহবায়ক গোলাম মোস্তাফাসহ অন্যরা। তারা বলেন, পূর্বে কোন ধরণের আলোচনা ছাড়াই আহবায়ক কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে। তাদের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আন্দোলন-সংগ্রাম বেগবানের লক্ষে স্বেচ্ছায় পদত্যাগপত্র জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার নিকট জমা দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top