নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। সোমবার সন্ধ্যায় সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মহদিপুর এক্সপোর্টার্স এসোসিয়েশন থেকে জানানো হয়, আগামী ১ অক্টোবর শনিবার হতে ৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে যে সব ভারতীয় পণ্য বোঝাই গাড়ি অবস্থান করবে। সে সব গাড়ি খালাসের বিষয়ে স্ব-স্ব সিঅ্যান্ডএফ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী ৮ অক্টোবর পুনরায় সোনামসজিদ স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।