All Menu

কুলাউড়ায় কিশোরীর লাশ উদ্ধার

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উপজেলার পৃথিমপাশায় ১২ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কিশোরীকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে গাছ বাগানের এক পাশে তার গলায় ওড়না পেছানো অবস্থায় তার লাশ দেখতে পায়। এসময় তার চিহ্বায় কামড় দেয়া ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অভিযোগ উঠেছে, মেয়েটির পিতা দীগেন্দ্র সরকার মাদকাসক্ত। প্রায় সময়ই ছোট ছোট বাচ্চা ও তার স্ত্রীকে মারধোর করতো। মেয়েটি মৃগী রোগী ছিল বলেও জানা যায়। অনেকে ধারণা করছেন এখানে অন্য কোন রহস্য রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top