All Menu

গোমস্তাপুরে স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিন ব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে বাংলাদেশ স্কাউট গোমস্তাপুর উপজেলা শাখার ৩২ টি দল অংশ গ্রহণ করে। সকালে স্কাউট ডে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। ক্যাম্পে যোগ দিয়েছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ সহ জেলা স্কাউটসের নেতৃবৃন্দ। রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পে আরও অংশ নেন, উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুজ্জামান বাবু, স্কাউট লিডার ফিরোজ আলীসহ অন্যান্যরা। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top