All Menu

বাংলাদেশ নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর অভিনন্দন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সংগৃহীত চিত্র।

বান্দরবান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলায় নেপালকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বার্তায় বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য, মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং একজন ফুটবল অনুরাগী। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল খেলায় সুনাম ও কৃতিত্বের সাথে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top