মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পূর্ব শত্রুতা ও পারিবারিক জমি জমার বিরোধের জেরে কয়েক প্রজাতির আম গাছ কেটে ফেলে গাছে সাথে শত্রুতার করেছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩রশিয়া গ্রাম রবিবার দিনগত রাতে মৃত ফজলুল হকের ছেলে আল-কায়েশ উদ্দীন এর বাড়ির সামনের মাঠের আম বাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, আলকায়েশ উদ্দীনের মেয়ের রাজশাহীতে এসএসসি পরীক্ষা থাকায় পরিবারের সকল সদস্য রাজশাহীতে অবস্থান করে এ সুযোগে খালি বাড়ি পেয়ে রবিবার দিনগত রাতে একদল দুর্বৃত্তরা বাড়ির সামনের মাঠে বিভিন্ন প্রজাতির ৯ টি আম গাছ কেটে ফেলে। এ ঘটনায় আল কায়েশ উদ্দিন আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন,কয়েক মাস আগে আমিসহ আমার পরিবারকে হত্যার উদ্দেশ্য আনুমানিক রাত ৪ টার সময় বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং আমার ক্ষতি সাধনের উদ্দেশে বাগানের আম গাছ গুলোকে হত্যা করে আমি এই গাছ হত্যার বিচার চাই।’ ১৩ রশিয়া গ্রামের মতিউর রহমান বলেন, ভাই ভাই শত্রু তো থাকতেই পারে তাই বলে গাছের সাথে এরকম শত্রুতা করা ঠিক হয়নি, সঠিক তদন্ত করে বিচার দাবি করছি। ভুক্তভোগী আল-কায়েশ উদ্দিনর বোন নুরেদা বেগম বলেন, এটা কিছু না জমিজমার জেরে আমার ভাইয়ের গাছ গুলো কেটে দিয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, আমের গাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ দাখিল করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।