সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল ইমরান গোবিন্দপুর গ্রামের জুড়ন আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফকরুলের বাড়ির সামনে বসে ছিল। এ সময় একটি মোটরসাইকেল যোগে ৩ জন দুর্বৃত্ত এসে তাকে ধারালো রাম দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, পূর্ব শক্রতার জেরে আল ইমরানকে ৩ জন দুর্বৃত্ত শরীরের বিভিন্ন অংশে ধারালো রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আসামিদের সনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।