All Menu

অতিবৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত: গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে বাঙ্গাবাড়ি স্কুল এন্ড কলেজ, ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি স্থাপনা পানিতে নিমজ্জিত হয়েছে। কয়েকদিনের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জন করে স্কুল সংলগ্ন তেলিপাড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন ওই স্কুলের শিক্ষার্থী দাইয়ান হোসেন, সাবরিনা আক্তার, শাহলালসহ অন্যরা। এ বিষয়ে বাঙ্গাবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, শিক্ষার্থীদের মানববন্ধন সম্পর্কে তার জানা নেই। তবে জলাবদ্ধতার বিষয়ে উপজেলা শিক্ষা ও প্রশাসনকে জানানো হয়েছে। সমস্যা নিরসনে দ্রুত গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top