All Menu

ভোলাহাটে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলাহাটে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
(১৪ সেপ্টেম্বর) বুধবার উপজেলা কৃষি দফতরের আয়োজনে সকালে কৃষি দফতর চত্বরে উপজেলার ৪টি ইউনিয়নের ৫’শ ৫০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫কেজি মাসকলাই, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top