মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সিআইডি পুলিশ পরিচয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে প্রতারণা করার অভিযোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে এলাইছ মেম্বারের দোকানের সামনে থেকে গাজীপুর চা বাগান, নতুন টিলাস্থ মৃত পরেশ রবিদাস এর পুত্র রাজু রবিদাস (২০)কে গ্রেফতার করা হয়েছে। রবিবার ১১ সেপ্টেম্বর একজন প্রতারক বাংলাদেশ সিআইডি পুলিশ পরিচয়ে লোকজনের সাথে প্রতারণা করছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) নাঈমুল হাসান অভিযান পরিচালনা করে গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে এলাইছ মেম্বারের দোকানের সামনে থেকে রাজু রবিদাসকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সিআইডি সংস্থার ১টি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সংস্থার জাল আইডি কার্ড বানিয়ে সরকারি লোক পরিচয় দিয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা আত্মসাৎ করে মানুষের সাথে প্রতারণা করছে বলে পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।