যশোর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিশ্বে মাথা উঁচু করে থাকা সাহসী এক নেত্রীর নাম শেখ হাসিনা। শনিবার যশোরের নাটুয়াপাড়ায় প্রবীণ ও শিশুদের জন্য নির্মিত ‘আমাদের বাড়ি’ নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এক সময়ের অচেনা বাংলাদেশকে শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বিশ্বকে চমকে দিয়েছেন। যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, সমাজসেবা অধিদফতর ও গফুর মরিয়ম সাত্তার সাকেরা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ২১ কোটি ১৮ লক্ষ ১ হাজার টাকা ব্যয়ে ‘আমাদের বাড়ি’ প্রকল্পটি বাস্তবায়িত হয়, যাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় শতকরা ৮০ ভাগ অর্থায়ন করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।