মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে পাবজি গেম খেলতে বাঁধা দেয়ায় গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত কিশোর ঐ এলাকার কাবির আলীর ছেলে শাহ আলম(১৭)। নিহতের বাবা কাবির আলী জানান, রবিবার সকাল ৭টার দিকে বাড়িতে শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিলো। তখন তার মা মোবাইলটা জোর করে হাত থেকে কেড়ে নেয়। তার কিছুক্ষণ পর নিজ ঘরের স্বয়ং কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে কিশোর আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার খবরটি পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) মাহবুবকে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।