All Menu

চুয়াডাঙ্গায় বোমা সদৃশ বস্তু উদ্ধার

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার হারদি ইউনিয়নের গোপালদিয়ার গ্রাম থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে গোপালদিয়ার গ্রামের মসজিদ প্রাঙ্গণ থেকে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে। তবে কে বা কারা বোমা সদৃশ বস্তু দুটি ওখানে রেখে গেছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top