All Menu

স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে সামাজিক সংগঠন “স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা”র নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে পৌর জন-মিলন কেন্দ্রে সংগঠনের সভাপতি মো: বুরহান উদ্দিন রুপক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাইদ আহমদ রাজন ও দপ্তর সম্পাদক হাফিজ মিনহাজ আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের জনপ্রিয় অভিনেতা, সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সাহেদ মোশারফ কটাই মিয়া, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ,উপদেষ্টা আলাল খান,সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মো:আনছার মিয়া,যুক্তরাজ্য প্রবাসী ও খাদিমুল উম্মাহ ফাউন্ডেশন ইউ.কে এর চেয়ারম্যান শেখ রুম্মান আহমদ। বিশেষ আলোচক হিসাবে ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী। উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাবেক সভাপতি আহমেদ রনি,সাবেক সাধারণ সম্পাদক মো: রুকন মিয়া । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- “স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা”র সিনিয়র সহ সভাপতি, মো:সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো:ফখরুল ইসলাম,সহ সভাপতি শেখ সাহেদ আহমদ, মো: তাওন আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো:জুনেদ আহমদ, মো: কাজল আহমদ,যুবরাজ আহমদ রুমান,সৈয়দ ইমাদ আহমদ,আব্দুল জাহেদ,আহমেদ জুনাইদ, ফরিদুজ্জামান বখস,সাংগঠনিক সম্পাদক মো: এমজাদ হোসেন, শাহনুর আহমেদ,মো: জাহিদ আহমদ অভি, মো: শিপন আহমদ, মো: জাহেদ আহমদ, সুমন আহমদ, তৌফিক আলম নাঈম, সহ দপ্তর সম্পাদক শেখ তোফায়েল আহমদ,মহিলা বিষয়ক সম্পাদক নাজমিন বেগম,প্রচার সম্পাদক রিমন হোসাইন, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সজিব, সংগঠনের জেলা শাখার সভাপতি মো:শিবলু আহমদ, সাধারণ সম্পাদক রাজু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির আহমেদ, কার্যকরী সদস্য আতিকুল ইসলাম,ফুরকান আহমদ, ইশরাত জাহান ইপা প্রমুখ। উক্ত সভায় অতিথিগণ সংগঠনের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিশেষ আলোচনা করেন ও এর প্রশংসা করেন। সভায় নব গঠিত কমিটির উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের আই.ডি কার্ড প্রদান করা হয় এবং সুনামগঞ্জের একজন মুমূর্ষু রোগীকে ১৩৮০০টাকা অনুদান দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top