All Menu

কর্মকর্তাদের বিদ্যুৎ ও জ্বালানিতে সাশ্রয়ী হওয়ার জন্য নির্দেশ দিলেন পাবর্ত্য মন্ত্রী

পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈ সিং, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈ সিং, সরকারের নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জনস্বার্থ বিবেচনায় দফতরে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয় করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কতিপয় ব্যয় সাশ্রয়ের জন্য আয়োজিত পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মন্ত্রণালয়ের গাড়ির জ্বালানি ব্যয় ২০% থেকে ৫০% হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ ক্ষেত্রে গাড়ির অতিরিক্ত জ্বালানি তেলের প্রয়োজন হলে গাড়ি ব্যবহারকারীগণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী তা বহন করে গাড়ি চলমান রাখতে পারবেন। পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব সতেন্দ্র কুমার সরকার, অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, যুগ্মসচিব আলেয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top