মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ১ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার (২০ আগস্ট) দিনগত রাত সোয়া ১১টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ সোহেল রানা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহাখানা নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিক-বিহীন অবস্থায় ১ কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়। জব্দ-কৃত হেরোইন এর দাম প্রায় ২০ লাখ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।