All Menu

ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় রেলপথ মন্ত্রী ও মন্ত্রণালয়ের সন্তুষ্টি প্রকাশ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:রেলপথ মন্ত্রণালয় গৃহীত বেশকিছু যুগান্তকারী পদক্ষেপের কারণে এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করা সম্ভব হয়েছে। যাত্রীদের ভোগান্তি না হওয়ায়, নির্দিষ্ট সময় ও আরামে তাদের গন্তব্যে পৌঁছাতে পারায় রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনসহ মন্ত্রণালয় সন্তুষ্টি প্রকাশ করেছে। গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষ্যে রেলওয়ে তাদের টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করেছিল। এবারের ঈদযাত্রা যাত্রীদের কাছে বিগত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিট পেতে কোন ভোগান্তিতে পড়েনি। মাঝখানে দাঁড়ানো কোন লোক ছিল না। ছাদে উঠা থেকে যাত্রীদের নিবৃত্ত করা হয়েছে। এবার ট্রেনের কোন সিডিউল বিপর্যয় ঘটেনি। এবার এনআইডি ছাড়া কেউ টিকিট কাটতে পারেনি। এর ফলে টিকিটবিহীন কোন যাত্রী ট্রেনে যেতে পারেনি। ঢাকা শহরের পাঁচটি জায়গা থেকে আলাদা আলাদা অঞ্চলের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীগণ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সদাতৎপর ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল।রেলওয়ের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এজন্য রেলপথমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ঈদ পরবর্তী ট্রেনের যাত্রীদের একই সেবা দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top