All Menu

চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে দিবসটি পালনে জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ ওঁড়াও, অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, ডা. অসিত সরকার, শ্রী শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ, মিলন কুমার দাস, ডাবলু কুমার ঘোষ, ধনঞ্জয় চ্যাটার্জি, দিলীপ রায় প্রমুখ। পরে বর্ণিল সাজে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে হুজরাপুর উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘে গিয়ে শেষ হয় এবং সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top