হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার দুপুরে ঝিনাইদহের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকার কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা পিএএ -এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম । বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর উপর আলোচনা রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ঝিনাইদহের উপ- পরিচালক নিলুফার রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকার কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি দীপ্তি রহমান, এ্যাডঃ সালমা ইয়াসমিন। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ফৌজিয়া হক জুই। সার্বিক ভাবে সহযোগিতা করেন, এস এম সোহেল রানা, প্রশিক্ষক আসাদুজ্জামান, ফৌজিয়া হক জুই প্রমুখ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে লাবণ্য, স্বেচ্ছা সেবী নারী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ শতাধিক মহিলা-গন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন। বক্তারা আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর উপর বিষদ আলোচনা রাখেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ও দোয়া করেন কালিগন্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও কার্যালয়ের প্রশিক্ষক হাফেজ আসাদুজ্জামান ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।