ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে ব্যাটারি চালিত ইজি বাইকের (অটো) ধাক্কায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ আগস্ট) রাতে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজার এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত রেহানা নামে ওই নারী পঞ্চগড়ের মিঠাপুকুর এলাকার ছলেমান আলীর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক জানায়, বিকেলে বিয়াইয়ের অসুস্থতার কথা শুনে মেয়ে জামাইর বাড়ি যায় রেহেনা বেগম। রাতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ব্যারিস্টার বাজার এলাকায় পায়ে হেটে মহাসড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজি বাইক রেহেনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই ইজি বাইকটি পালিয়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।