রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সঠিক অডিট রিপোর্ট প্রয়োজন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের ইনস্টিটিউট অভ্ চার্টার্ড একাউন্টস অভ্ বাংলাদেশ (আইসিএবি)। বাণিজ্যমন্ত্রী বলেন, অন্যান্য পেশার মতোই সিএ ডিগ্রি খুবই সম্মানের। মেধাবী ছাত্র-ছাত্রীদের এ পেশায় আসতে হবে দেশের স্বার্থে। এ পেশার গুরুত্ব বুঝতে হবে। রংপুরে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী থাকার পরও চার্টার্ড এ্যাকাউনটেন্ট (সিএ) তেমন তৈরি হয়নি। এবার রংপুরে আইসিএবি’র আঞ্চলিক কার্যালয় হলো। এ অঞ্চলের ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখার সুযোগ পাবে। শিক্ষকদের এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের ধারণা দিতে হবে। দেশে-বিদেশে সিএদের প্রচুর চাহিদা রয়েছ। রংপুরে আইসিএবি’র এ অফিস সিএ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মন্ত্রী রবিবার রংপুরের স্থানীয় একটি হোটেলে আইসিএবি আয়োজিত ‘আইসিএবি রংপুর আঞ্চলিক অফিস স্থাপন এবং সিএ পেশার গুরুত্ব সম্পর্কে আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্ভুল অডিট কাজ সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যকে অনেক দূর এগিয়ে নিতে হলে আর্থিক শৃঙ্খলা খুবই জরুরি, যে কাজটি সিএ ফার্মগুলো করে থাকে। দেশের অর্থনীতির সাইজ বড় হয়েছে, ব্যবসা- বাণিজ্য বেড়েছে। সিএ পেশার গুরুত্বও বেড়েছে। আইসিএবি’র প্রেসিডেন্ট শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শু়ভাশীষ বসু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আপেল মাহমুদ, রংপুর বিভাগের ডেপুটি কমিশনার অভ্ ট্যাক্সেস মঞ্জুরে আলম। আইসিএবি’র কাউন্সিল মেম্বার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট ফওজিয়া হক। পরে মন্ত্রী কাউনিয়া উপজেলার কুর্শা নলঝুড়ি আশ্রমের পাশের একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।